alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

হেরে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোর আল-নাসর

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৩, ১০:০৮ এএম

হেরে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোর আল-নাসর
alo


নিউজনাউ ডেস্ক: সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরের। আল-ইত্তিহাদের বিপেক্ষে ১-৩ গোলে হেরেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ইত্তিহাদ। সুপার কাপের সেমিফাইনালের এ ম্যাচে অনেকটাই নিষ্প্রভ থেকে হার দেখতে হয়েছে বড় তারকা রোনালদোকে। আল-নাসর প্রথমার্ধে পিছিয়ে যায় ০-২ গোলে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ১-৩ গোলের হারে ফাইনালে উঠার স্বপ্ন হয়েছে ধূলিসাৎ। 

ম্যাচের ১৫ মিনিটে আল-ইত্তিহাদের মিডফিল্ডার আব্দুর রহমানের সহায়তায় প্রথম গোল করেন রোমারিনহো। এর পর ধীরে ধীরে তারা বাড়াতে থাকে আক্রমণের মাত্রা। তাতে ৪৩ মিনিটে বাড়ে ব্যবধান। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মরক্কোর খেলোয়াড় আবদেররাজাক হামদাল্লাহ। ০-২ গোলে পিছিয়ে পড়ে আল-নাসর যেন আরও দুর্বল হয়ে পড়ে। 

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আল-নাসরের হয়ে গোল করেন ব্রাজিল ফুটবলার তালিস্কা। ১-২ গোলে পিছিয়ে থাকা ম্যাচটিতে তখন ভক্তরা রোনালদোর একটি গোল ও ম্যাচের সমতা দেখার জন্য উদগ্রীব হয়ে উঠছিলেন। কিন্তু সে গুড়ে বালি ঢেলেছেন সিআরসেভেন। ক্লাবটির হয়ে প্রথম গোল তো করা হলোই না উল্টো আরও একটি গোল হজম করে ১-৩ গোলের হারে সেমিফাইনাল থেকে বিদায় হলো আল-নাসরের।

আল-ইত্তিহাদের হয়ে ৯৩ মিনিটে গোল করেন মোহাম্মদ আল-শানকিতি। এ গোলটির পরে রোনালদো সমর্থকেরা হতাশ হয়ে গ্যালারি ছাড়তে শুরু করেন। আর শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে সৌদি সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে ইত্তিহাদ। আগামী ২৯ জানুয়ারি রাত ১১টায় ফাইনাল ম্যাচে আল-ফেইহার মুখোমুখি হবে আল-ইত্তিহাদ।

এর আগে রিয়াদ অলস্টারের হয়ে পিএসজির বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। তিনি গোল দুটো করেন ম্যাচের ৩৪ ও ৪৫ মিনিটে। এর মধ্যে তার প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। যদিও পুরো ম্যাচে খেলতে পারেননি তিনি। ৬০ মিনিটে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন ম্যাথিউস পেরেইরা।

নিউজনাউ/আরবি/২০২৩

X